কেমন আছো তুমি

লেখকঃ নয়ন দেবনাথ


কতোদিন দেখা হয়না তোমার সাথে।
বেড়ানো হয়না নদীর পাড়, জুঁই,চামেলির বাগান,
হয়না পাখির সাথে কথা বলা
কতোরাত পূর্ণিমা দেখা হয়না
বটের ছায়ায় পাশাপাশি বসে।
নেওয়া হয়না ফুল পাখীদের খবর
কেমন আছে তারা ঝড়-ঝাপটার ভেতর?

ভোরের পাখী,সকালের নদী
মাছরাঙ্গা,প্রজাপতি,দক্ষিনে বিল
ওরা কি আজো গড়ে চলেছে নিজস্ব জীবন প্রনালী?
কতোদিন নেওয়া হয়না সে খবর।

একাকী মাছরাঙ্গাটি কি আজো প্রতি বিকেলে
হামলে পড়ে নিজের ছায়াকে সঙ্গী ভেবে?
সেই অচেনা সবুজ পাখীটি
আমরা যার নাম দিয়েছিলাম "স্মৃতি জাগানিয়া"
সে কি এখনো ডেকে চলে আমাদের অপেক্ষায়?
তুমি কি আজো অভিমান করে বসে থাকো,
আমি এসে মান ভাঙ্গাবো বলে?
কতো দিন নেওয়া হয়না সে খবর।



* ৩ পৌষ, ১৪১০ বঙ্গাব্দ। শীতকাল।

কোন মন্তব্য নেই: