রাতের আকাশ

লেখকঃ নয়ন দেবনাথ


রাতের আকাশ পানে চেয়ে
কেবল তোমার কথা মনে পড়ে।
তোমার খুঁজে ঘুরে বেড়াই
অমাবস্যার অন্ধকারে।
আচ্ছা আকাশেই কি খুঁজে পাওয়া যায় যাদের হারিয়ে ফেলি?
যারা কখনো আসেনি ফিরে
আলোর হাতছানিতে?
জানা হবেনা হয়তো কোন দিন।

তবুও খুঁজি তৃষিত অন্ধকারে
হারিয়ে যাওয়া আলোক দিশারিদের।
যদি অদৃশ্য ভুলে ছুটে আসে
একছটা আলোক বিন্দু।
তবে তো আমারই জয় হবে।
রাতের কালো হাহাকার কি
আমার শূণ্যতার চেয়েও বড়?
চাঁদ সূর্য্যও কি পরাভূত
অন্ধকার দেয়ালের কষাঘাতে?
হয়তো জানবোনা কখনো।


* ২৮ শ্রাবণ, ১৪১৭ বঙ্গাব্দ।

কোন মন্তব্য নেই: